রহস্য উদ্ঘাটন না হওয়ায় হতাশ জহিরের পরিবার
শোয়ার ঘরে গলা কেটে স্কুলছাত্র জহিরুল ইসলাম সরদারকে হত্যার এক সপ্তাহেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে না পারায় হতাশ বাদীপক্ষ। তবে পুলিশ বলছে, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুতই অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে পুলিশ।