অরক্ষিত সাটুরিয়ার গণকবর
স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও আজও অরক্ষিত ভাবে পরে আছে সাটুরিয়ার গণ-কবরটি। অধিকাংশ জায়গা বেদখল। বাকি জায়গায় কলাগাছ ও আগাছায় ঢেকে আছে। একটি সাইনবোর্ড ঝুলিয়ে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা প্রতি বছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর আসলেই মোনাজাত করে দোয়া করে তাঁদের দায় সারেন।