বর্জ্য আর স্থাপনায় জলাবদ্ধতা, ৭০০ বিঘা জমিতে ফসল উৎপাদন ব্যাহত
বড়বমানদহ গ্রামের চাষি আতাউর রহমান আতা বলেন, ‘কালীগঞ্জ-জীবননগর সড়কের কোটচাঁদপুর আমবাজারসংলগ্ন কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে বিভিন্ন ধরনের আবর্জনায়। আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে অবৈধ স্থাপনা। এ কারণে পানি নিষ্কাশনব্যবস্থা বন্ধ হয়ে গেছে। যার ফলে আমাদের বল্বব দাড়ির মাঠ, নারান বিলের মাঠ ও বাজেবামনদহ