পুরোটাই সাজানো ‘নাটক’, মরিয়ম মান্নানদের শাস্তির সুপারিশ করল পিবিআই
রহিমা বেগমেকে উদ্ধারের সময়ই তার কাছে একটি প্যাকেট দেখে পুলিশের সন্দেহ হয়, তিনি অপহরণ হননি, অন্য কোনো ঘটনা রয়েছে। সেই সন্দেহ থেকেই অনুসন্ধানে প্রমাণ মিলেছে তিনি অপহরণ হননি, জমি জমা সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে ছিলেন আত্মগোপনে। করেছেন অপহরণ নাটক। অপহরণ ঘটনা তদন্তে এই তথ্য পেয়েছে পিবিআই। এর ফলে