আবার ঘুরে দাঁড়াতে চান জলিল
সবকিছুই ঠিকঠাক ছিল। সংসারে অভাব তেমন ছিল না; বরং প্রতিবেশীদের সাহায্য করার মতো অবস্থা ছিল আব্দুল জলিলের। দুই ঈদে আত্মীয় স্বজনের পাশে থাকার চেষ্টা করেছেন। সেই জলিল এখন পরিবারের কাছে বোঝা। সুদিনে যাদের বিপদে হাত বাড়িয়েছেন, তারাও নেই পাশে।