নিম্ন আয়ের মানুষের পাতে কমছে আমিষ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সারা দেশের মতো খুলনা বিভাগের মানুষের জীবনযাত্রায়ও বিরূপ প্রভাব পড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দাম। এ নিয়ে সবচেয়ে বিপদে রয়েছে নিম্ন আয়ের মানুষ। মাছ, মুরগি ও ডিমের দাম বাড়ায় এই শ্রেণির মানুষ এখন আমিষ খেতে পারছে না।