এক–এগারোর পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি, মির্জা আব্বাসের জবাব
বিএনপির সমালোচনার কড়া জবাব দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘ইদানীং কথা বলার সুযোগ পেয়ে বিএনপির বিরুদ্ধে বহু লোক বহু কথা বলছে। কেউ বলছে বিএনপি নাকি এক-এগারো আনার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশে বলতে চাই, ওয়ান–ইলেভেনের যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চেয়ে কেউ বেশি ভোগ করে নাই