মিষ্টি কুমড়া নিয়ে এবার পাহাড়ে হইচই
ঢাকার মুন্সিগঞ্জের বিক্রমপুর থেকে চট্টগ্রামের মাইজভান্ডার দরবারে আসা একদল ভক্ত ৬৬ কেজি ওজনের একটি মিষ্টি কুমড়া ছদকা দেন। পরে কুমড়াটি ১৮০০ টাকায় কিনে আনেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাছোলা গ্রামের কয়েকজন ভক্ত। গতকাল শনিবার ভোলাছোলা গ্রামে ডিজিটাল মেশিনে মেপে দেখা যায়, এর ওজন ৬৬ কেজি। পরে ওই মি