Ajker Patrika

মুক্তিপণে ছাড়া পেলেন কুরিয়ারের দুই কর্মী

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১১: ৪৯
মুক্তিপণে ছাড়া পেলেন কুরিয়ারের দুই কর্মী

খাগড়াছড়ির রামগড়ে কুরিয়ারের অপহৃত দুই কর্মী মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। গত সোমবার গভীর রাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস ও রানার মো. আল-আমিনকে চোখ বাঁধা অবস্থায় খাগড়াছড়ির এক অজ্ঞাত স্থানে ছেড়ে দেয় অপহরণকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান ও সুন্দরবন কুরিয়ার ফেনীর এজিএম মারুফ হোসেন।

গত শনিবার কুরিয়ারের দুই কর্মীকে অপহরণের অভিযোগ উঠে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল দল) বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে সংগঠনটি।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ফেনীর এজিএম বলেন, ‘মুক্তি পাওয়া আব্বাস ও আল আমিন তাঁদের বাড়ি ফিরে গেছেন। শারীরিকভাবে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। অপহরণকারীরা তাঁদের চোখ বেঁধে দীর্ঘ পথ হাঁটিয়ে অজ্ঞাত এক স্থানে সোমবার রাতে ছেড়ে দেয়। পরে তাঁরা অটোরিকশা করে (চট্টগ্রামের মিরসরাই উপজেলার) বারইয়ারহাট আসেন। সেখান থেকে সুন্দরবন কুরিয়ারের ঢাকায় হেড অফিসে পৌঁছান।’

কীভাবে তাঁরা মুক্তি পেলেন, এ ব্যাপারে এজিএম মারুফ হোসেন কিছু জানেন না বলে জানান। তবে অন্য একটি সূত্রে জানা যায়, তিন লাখ টাকা মুক্তিপণের বিনিময় তাঁদের ছেড়েছে অপহরণকারীরা।

এর আগে গত শনিবার খাগড়াছড়িতে কুরিয়ার পৌঁছে দিয়ে ঢাকায় যাওয়ার পথে রামগড়ের-জালিয়াপাড়া সড়কের যৌথখামার এলাকায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যান চালক মো. আব্বাস ও রানার আল আমিনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। দুজনের মুক্তিপণ বাবদ প্রথমে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

জানা গেছে, গত দুই দিন কুরিয়ার সার্ভিসের সঙ্গে দর-কষাকষির পর তিন লাখ টাকা মুক্তিপণে অপহৃতদের ছাড়তে রাজি হয় সন্ত্রাসীরা। এমনকি খাগড়াছড়িতে কুরিয়ারের ব্যবসা চালু রাখতে বাৎসরিক চাঁদা পরিশোধ করে টোকেন নেওয়ার শর্তও দেওয়া হয়েছে।

চালক আব্বাসের খালাতো ভাই মো. রুবেল বলেন, সকালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে তাঁদের মুক্তি পাওয়ার কথা জানানো হয়। এত দিন উদ্বেগজনক অবস্থায় ছিলেন তারা। আব্বাসের সঙ্গে পরিবারের কথা হয়েছে।

রামগড় থানার ওসি বলেন, গতকাল মঙ্গলবার সকালে মোবাইল ফোনে উদ্ধার হওয়া চালক আব্বাসের সঙ্গে কথা বলে তাঁদের মুক্তি পাওয়ার তথ্য নিশ্চিত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত