এখনো বিদেশিদের অপেক্ষায় বিপিএলের দলগুলো
ক্রিস গেইল করোনা পরীক্ষা করাচ্ছেন, ফাফ ডু প্লেসি বিরিয়ানি খাচ্ছেন—বিদেশি তারকা ক্রিকেটারদের যেকোনো কার্যক্রম বিশেষ নজর তো কাড়বেই। এবার বিপিএল অবশ্য বিদেশি তারকাদের উপস্থিতি তুলনামূলক কম। যাঁদের নিশ্চিত করা গিয়েছিল, তাঁদের সবাইকে একসঙ্গে এখনো পাওয়া যায়নি।