বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট নেবে
আবেদনকারী প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও সাধারণ গণিতে ন্যূনতম লেটার গ্রেড-এ অথবা ও লেভেলে পদার্থ, গণিতসহ কমপক্ষে ৫টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড-বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড-বি পেতে হবে।