বিএনপি সংসদে এল নাকি থাকল, তাতে কিছু যায় আসে না: কৃষিমন্ত্রী
‘বিএনপি সংসদে এল, নাকি থাকল, তাতে কিছু যায় আসে না। এই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশ ভেঙে পড়বে না, আকাশ ভেঙে পড়বে না। তাদের যদি সুমতি না হয়, তারা যদি নির্বাচনে না আসে, তাহলে আমরা তাদেরকে কীভাবে সহযোগিতা করব?’