মিত্র ভারত-জাপানকে জেনোফোবিক বললেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও ভারতকে ‘জেনোফোবিক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি দেশ দুটিকে রাশিয়া ও চীনের সঙ্গে একই কাতারে ফেলেছেন, যারা অভিবাসী চায় না। মূলত, বিদেশি বা অভিবাসীদের প্রতি ভীতি বা নেতিবাচক মনোভাব যারা পোষণ করে, তাদের জেনোফোবিক বলা হয়।