নামাজে গিয়ে রক্তভেজা শরীরে মায়ের কোলে ফিরল সাইমন
‘প্রতিদিনই এশার নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বলে যায়। এদিনও মসজিদে গেছে, কিন্তু আমার কাছে বলে যায়নি। তাকে খুঁজে পাওয়া যায়নি এলাকায়। রাত ৮টার পরে লোকজন বাসার সামনে নিয়ে আসে। কিন্তু রক্তভেজা শরীরে। তার অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যাই। আমার একমাত্র ছেলে। কেন তাকে নির্মমভাবে হত্যা করেছে?’