শিল দিয়ে থেঁতলে প্রবাসী হত্যা, থানায় হাজির নারী
কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকায় আমিনুল আলম নামের এক ইতালি প্রবাসী খুন হয়েছেন। ধর্ষণচেষ্টার অভিযোগে তাঁর মাথা থেঁতলে দেন এক নারী। পরে ওই নারী বিষয়টি থানায় জানান। এর পর পুলিশ গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর মরদেহ কিশোরগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়।