বেগম মুশতারীর আত্মার মাগফিরাত কামনা
নরসিংদীর মাধবদীতে শহীদজায়া, স্বাধীন বাংলা বেতারের শব্দসৈনিক বেগম মুশতারী শফীর আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সালের উদ্যোগে মাধবদী নওপাড়া জজ ভূঁইঞা মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।