সীমান্তে স্বস্তি কবে মিলবে
ভারতীয় কাস্টমসের একজন সদস্য জানতে চাইলেন লাগেজে কী কী আছে। জবাবে বললাম, দুজোড়া স্যান্ডেল, একটা ভ্যানিটি ব্যাগ, তিনটা শাড়ি, তিনটা শার্ট এবং ওষুধপত্র। মেডিকেল ভিসা, বুঝতেই পারছেন, ওষুধপত্র বেশি থাকারই কথা। কাস্টমসের লোকটি মুখ বাঁকা করে বললেন, ‘সবই তো আছে, সবই তো নিয়েছেন। দিন দিন, ৫০০ রুপি দিন