রোজা এলেই বাজার অস্থির
কেউ কিনেছেন ছোলা, মুড়ি, খেজুর; কেউ কিনেছেন সবজি, মুরগি, ডিম। কারও হাতে গরুর মাংস, আলু আর মসলা। রোজা শুরুর আগে গতকাল রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে দেখা গেল বাড়তি ভিড়। এর মধ্যে কাঁচাবাজারগুলোতে উপচে পড়া ভিড় থাকলেও হাসি নেই ক্রেতা-বিক্রেতা কারও