কক্সবাজারে রাখাইনদের বর্ষা উৎসব উদ্যাপন
কক্সবাজারে ভোর থেকে দুপুর পর্যন্ত কখনো ভারী, কখনো হালকা বৃষ্টি হয়। আবার গা পোড়া রোদ। সন্ধ্যায় আবার বৃষ্টি। আজ শুক্রবার এমন দিনে শেষ হলো রাখাইন সম্প্রদায়ের তিন মাসব্যাপী বর্ষা উৎসব। সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টের ঝাউবীথিতে শেষ দিনে ছিল আড্ডা। থাকে গান, খাওয়াদাওয়াসহ নানা আয়োজন।