বাংলাদেশ সিরিজের পর সময়টা ভালোই কাটছে পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। উইন্ডিজ সিরিজ চলার মাঝেই বড় ধাক্কা খেল এশিয়ার দলটি। তারকা এক ক্রিকেটারকে এই সিরিজে আর পাবেই না পাকিস্তান।
ফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
বল সীমানা পেরোতেই উল্লাস জেসন হোল্ডারের। শেষ বলে চার মেরে দলকে জেতানোর পর এমন উচ্ছ্বাস থাকাই তো স্বাভাবিক। ওয়েস্ট ইন্ডিজের রুদ্ধশ্বাস জয়ের পর ডাগআউট থেকে এসে হোল্ডারের হাতে তালি দিয়ে উদ্যাপন করলেন গুড়াকেশ মোতি ও রস্টন চেজরাও।
হারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলে টানা ৮ ম্যাচে হেরেছে। পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা সুখকর হয়নি তাদের।