নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ দাবি ইব্রার
গুণে-মানে-অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ধারেকাছে না থাকলেও বড় বড় বুলি আওড়ানোয় জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার। মাঠের পারফরম্যান্স কখনো ইব্রার হয়ে কথা বলে, আবার কখনো বলে না। তবে এসি মিলানের সুইডিশ স্ট্রাইকারের বিখ্যাত মুখ সব সময়ই খোলা থাকে। তিনি যে কথার লড়াই ভীষণ পছন্দ করেন!