গুণে-মানে-অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ধারেকাছে না থাকলেও বড় বড় বুলি আওড়ানোয় জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার।
মাঠের পারফরম্যান্স কখনো ইব্রার হয়ে কথা বলে, আবার কখনো বলে না। তবে এসি মিলানের সুইডিশ স্ট্রাইকারের বিখ্যাত মুখ সব সময়ই খোলা থাকে। তিনি যে কথার লড়াই ভীষণ পছন্দ করেন!
সেই মুখের ভাষাতেই রোনালদো-মেসিকে আরেকবার ‘কাবু’ করে ছাড়লেন ইব্রা। নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ ফুটবলারের স্বীকৃতি দিলেন।
হাঁটুর চোটে গত মৌসুমের শেষ ভাগে মাঠে নামতে পারেননি ইব্রা। দেশের হয়ে খেলতে পারেননি উয়েফা ইউরোও। দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন ফিট। সব ঠিক থাকলে আগামীকাল রাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবার মাঠ কাঁপাবেন এসি মিলান তারকা।
এর আগে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অহমিকার ছিপি খুলে বসলেন ইব্রা। আগামী মাসেই ৪০ তম জন্মদিনের কেক কাটতে চলা তারকা বললেন, ‘বলতে পারেন আমি ওদের (রোনালদো-মেসি) চেয়ে কম শিরোপা জিতেছি কিংবা কখনো চ্যাম্পিয়নস লিগ জিতিনি। কিন্তু সহজাত গুণে ওরা আমার চেয়ে মোটেও এগিয়ে নেই।’
২২ বছরের লম্বা ক্যারিয়ারে একবারও ব্যালন ডি’অরের স্বাদ পাননি ইব্রা। এটি নিয়ে আক্ষেপ রয়েছে কি না–এমন প্রশ্নে তাঁর জবাব, ‘এসব পুরস্কারের মানদণ্ড কী বা কিসের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা জানা নেই। আমি কখনোই ব্যালন ডি’অর মিস করি না। ব্যালন ডি’অরই আমায় মিস করে। আর এখনো মনে হয়, আমিই বিশ্বের সেরা ফুটবলার।’
৪০ ছুঁই ছুঁই বয়সেও তারুণ্যের ছাপ রেখে যাচ্ছেন ইব্রা। চোটে পড়ে ছিটকে যাওয়ার আগে গত মৌসুমে করেছিলেন ১৭ গোল। তাঁর নৈপুণ্যেই আট মৌসুম পর চ্যাম্পিয়ন লিগের টিকিট পেয়েছে এসি মিলান।
গুণে-মানে-অর্জনে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির ধারেকাছে না থাকলেও বড় বড় বুলি আওড়ানোয় জ্লাতান ইব্রাহিমোভিচের জুড়ি মেলা ভার।
মাঠের পারফরম্যান্স কখনো ইব্রার হয়ে কথা বলে, আবার কখনো বলে না। তবে এসি মিলানের সুইডিশ স্ট্রাইকারের বিখ্যাত মুখ সব সময়ই খোলা থাকে। তিনি যে কথার লড়াই ভীষণ পছন্দ করেন!
সেই মুখের ভাষাতেই রোনালদো-মেসিকে আরেকবার ‘কাবু’ করে ছাড়লেন ইব্রা। নিজেকে ফের ‘শ্রেষ্ঠ’ ফুটবলারের স্বীকৃতি দিলেন।
হাঁটুর চোটে গত মৌসুমের শেষ ভাগে মাঠে নামতে পারেননি ইব্রা। দেশের হয়ে খেলতে পারেননি উয়েফা ইউরোও। দুই মাস পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন ফিট। সব ঠিক থাকলে আগামীকাল রাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে প্রথমবার মাঠ কাঁপাবেন এসি মিলান তারকা।
এর আগে সাপ্তাহিক ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অহমিকার ছিপি খুলে বসলেন ইব্রা। আগামী মাসেই ৪০ তম জন্মদিনের কেক কাটতে চলা তারকা বললেন, ‘বলতে পারেন আমি ওদের (রোনালদো-মেসি) চেয়ে কম শিরোপা জিতেছি কিংবা কখনো চ্যাম্পিয়নস লিগ জিতিনি। কিন্তু সহজাত গুণে ওরা আমার চেয়ে মোটেও এগিয়ে নেই।’
২২ বছরের লম্বা ক্যারিয়ারে একবারও ব্যালন ডি’অরের স্বাদ পাননি ইব্রা। এটি নিয়ে আক্ষেপ রয়েছে কি না–এমন প্রশ্নে তাঁর জবাব, ‘এসব পুরস্কারের মানদণ্ড কী বা কিসের ওপর ভিত্তি করে ব্যালন ডি’অর দেওয়া হয়, তা জানা নেই। আমি কখনোই ব্যালন ডি’অর মিস করি না। ব্যালন ডি’অরই আমায় মিস করে। আর এখনো মনে হয়, আমিই বিশ্বের সেরা ফুটবলার।’
৪০ ছুঁই ছুঁই বয়সেও তারুণ্যের ছাপ রেখে যাচ্ছেন ইব্রা। চোটে পড়ে ছিটকে যাওয়ার আগে গত মৌসুমে করেছিলেন ১৭ গোল। তাঁর নৈপুণ্যেই আট মৌসুম পর চ্যাম্পিয়ন লিগের টিকিট পেয়েছে এসি মিলান।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
১৩ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১৪ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১৫ ঘণ্টা আগে