ভুল স্বীকার করে বোয়িংয়ের সিইও বললেন, মাঝ আকাশে এমনটা আর কখনোই ঘটবে না
মাঝ আকাশে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ মডেলের একটি উড়োজাহাজের দরজা উড়ে যাওয়ার ঘটনায় পুরো দায় স্বীকার করেছেন বোয়িংয়ের সিইও ডেভ ক্যালহুন। তিনি বলেছেন, ‘আমাদের বড় ভুল হয়েছিল। ভবিষ্যতে যাতে মাঝ আকাশে এ ধরনের ঘটনা আর কখনোই না ঘটে, তা নিশ্চিত করা হবে।’