বগুড়ায় রেশম ডিম, গুটি উৎপাদন তলানিতে
বগুড়ায় রেশম ডিম, গুটি উৎপাদন ও বিতরণ তলানিতে ঠেকেছে। দুই যুগ আগেও জেলা রেশম উন্নয়ন বোর্ডের আওতায় বছরে পাঁচ লাখ রেশম ডিম উৎপাদিত হতো। সেখানে বর্তমানে হচ্ছে মাত্র পাঁচ হাজার। তবে রেশম উন্নয়ন বোর্ড বলছে, সরকারি চাহিদা অনুযায়ীই রেশম ডিম ও গুটি উৎপাদন করা হচ্ছে।