চন্দনাইশে অপহৃত দুই সহোদরকে সেনা অভিযানে উদ্ধার
শুক্রবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চন্দনাইশ সেনা ক্যাম্পের অধীন টহল টিম উপজেলার গহিন পাহাড়ি অঞ্চল—সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি ও ছইল্লাছরি এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ।