মুমিন হয়েও পরকালে শাস্তি পেতে হবে যাদের
আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাসমতে, কোনো ইমানদার ব্যক্তি কাফেরদের মতো চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। হাদিসের বর্ণনা অনুযায়ী, ৩৪ শ্রেণির গুনাহগার মুসলমানের কথা পাওয়া যায়, যারা পরকালীন জীবনের শুরুতে কৃত অপরাধের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে, এরপর জান্নাতে প্রবেশ করবে।