সেবার পেনাল্টিই নিতে চাননি ব্যাজ্জো
রবার্তো ব্যাজ্জোর পেনাল্টি মিসের ঘটনা এখন রূপকথার গল্পের অংশ। ১৯৯৪ বিশ্বকাপ ফাইনালে আকাশের ঠিকানায় বল পাঠিয়ে ইতালির শিরোপাটাই ফসকে দিয়েছিলেন এই কিংবদন্তি স্ট্রাইকার। বিশ্বকাপজুড়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েও সমর্থকদের কাছে ‘ডিভাইন পনিটেল’ হয়ে থাকলেন এ ট্র্যাজিক হিরো।