সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বললেন, ‘এমপি নূর মোহাম্মদ মীমাংসা করে দেবেন’
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেছেন, তাঁর বিরুদ্ধে দায়েরকৃত হত্যা মামলাটি মীমাংসা করে দেবেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদ। কাজেই ওই মামলায় তাঁর আর কোনো সমস্যা হবে না।