আমতলীর ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি
বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের ব্যক্তিগত মোবাইল নম্বর ক্লোন করে জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে চক্রটি ফোন করে টাকা দাবি করে।