চলন্ত ট্রেনের ছাদে বসে টিকটক ভিডিও, ছিটকে পড়ে দুই বন্ধু নিহত
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন। গঙ্গাসাগর সেতু অতিক্রম করার সময় ট্রেনের ছাদে বসে ওই চার যুবক টিকটক ভিডিও ধারণ করছিলেন। এ সময় সেতুর ওপরে থাকা তারের সঙ্গে জড়িয়ে তাঁরা ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মারা যান।