সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম বাঘা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিছ, তাঁর ছোট ভাই সেলিম রেজা, যুবদলের সদস্য হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ও মোবারক হোসেন।
আহতদের মধ্যে যুবদলের সদস্য হাসান আলীকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ও জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ করা হয়। উপজেলা বিএনপি তাঁকে শোকজ করে। এরপর থেকে সাইফুল ইসলাম অভিযোগকারীদের ওপর ক্ষুব্ধ হন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন সাইফুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম বাঘাসহ নেতা-কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর ক্ষুব্ধ হন তিনি। এরই জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সড়াতৈল গ্রামে অতর্কিত হামলা চালান সাইফুল ইসলাম ও তাঁর লোকজন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মোবাইল ফোন কল করে সেটি বন্ধ পাওয়া যায়।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম বাঘা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিছ, তাঁর ছোট ভাই সেলিম রেজা, যুবদলের সদস্য হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন ও মোবারক হোসেন।
আহতদের মধ্যে যুবদলের সদস্য হাসান আলীকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ও জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ করা হয়। উপজেলা বিএনপি তাঁকে শোকজ করে। এরপর থেকে সাইফুল ইসলাম অভিযোগকারীদের ওপর ক্ষুব্ধ হন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই এলাকায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন সাইফুল ইসলাম। ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল আলিম বাঘাসহ নেতা-কর্মীরা প্রতিবাদ করলে তাঁদের ওপর ক্ষুব্ধ হন তিনি। এরই জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সড়াতৈল গ্রামে অতর্কিত হামলা চালান সাইফুল ইসলাম ও তাঁর লোকজন। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের মোবাইল ফোন কল করে সেটি বন্ধ পাওয়া যায়।
শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) হারিছুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।
নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৬ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১৮ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৭ ঘণ্টা আগে