ব্যাট হাতেই আফিফকে চ্যালেঞ্জ জানালেন সাইফ
ঢাকা প্রিমিয়ার লিগে একই দলে খেলেন দুই জাতীয় দল সতীর্থ আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন। একই দলে খেললেও দুজনের মাঝে চলছে অন্য এক লড়াই। আফিফের সঙ্গে সাইফউদ্দিনের এ লড়াইটা মূলত ব্যাটিং পজিশন নিয়ে। সাইফ একাধিকবার জানিয়েছেন, পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চান তিনি। নিজের সেই বার্তা আজ ব্যাট হাতেই দিলেন তিনি।