১০ বছরে সর্বোচ্চ বৃষ্টি দেখল রাজশাহীবাসী, থইথই পথঘাট
গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির দেখল রাজশাহীবাসী। মুষলধারে টানা বৃষ্টিতে থইথই করছে রাজশাহী নগরী পথঘাট। নগরীর নিচু এলাকাগুলো তো বটেই, উঁচু এলাকাতেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছে নগরবাসী। আর এ জন্য অপরিকল্পিত নগরায়ণকে দুষছে তারা...