
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

গবেষক বজলুর রশিদ বলেন, দেশে বৃষ্টিপাতের পরিবর্তন হতে পারে। ভবিষ্যতে বর্ষায় অতিরিক্ত বৃষ্টি এবং শতাব্দীর শেষে মোট বৃষ্টিপাত গড়ে প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অতি বৃষ্টির ফলে বন্যা ও ভূমিধস বাড়বে।

ভোরের কনকনে ঠান্ডা আর দুপুরের তপ্ত রোদ—পঞ্চগড়ের বর্তমান আবহাওয়ার বাস্তব চিত্র যেন এমনই। ভোর থেকে সকাল পর্যন্ত শীতের দাপট জেঁকে বসলেও সূর্য একটু উঠলেই বাড়ছে উষ্ণতার অনুভূতি। টানা ছয় দিন জেলায় তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। পঞ্চগড়ে আজ বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি

আজ সকাল ৬টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮২ শতাংশ।