পাকিস্তানের আইএসআই ও সৌদি ওহাবি ধারার সংশ্লেষে গড়া হয়েছিল তালেবান
এই তালেবানকে তৈরিই করেছিল যুক্তরাষ্ট্র। সোভিয়েত হটাতে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে তৈরি করা মুজাহিদীনই হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের মাথাব্যথার কারণ। সেটি অবশ্য গোপন কিছু নয়। এই কথাগুলোই ২০০৯ ও ২০১০ সালে ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কংগ্রেসে শুনানিতে ও এক সাক্ষাৎকারে কোনো রাখঢাক না কর