আইজিপিসহ পুলিশের শীর্ষ পদগুলোতে কারা আসছেন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ খালি হচ্ছে আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে। কারা এসব পদে আসছেন, তা নিয়ে এখনই জল্পনাকল্পনা শুরু হয়েছে। এসব পদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো আলোচনা না হলেও সামনে নির্বাচন থাকায় পদগুলোর বিষয়ে অনেকেই উৎসুক হয়ে উঠেছেন।