ভোটের আগে কুপিয়ে জখম, অ্যাম্বুলেন্সে চড়ে জয় উদযাপন
‘মার্কা কি ভাই, পাঞ্জাবি। আমার ভাই তোমার ভাই সাহেব আলী ভাই, সাহেব আলী ভাই।’ এমন স্লোগান এবং হাততালি দিয়ে শত শত মানুষ এগিয়ে যাচ্ছে। আর তাঁদের মাঝে বিজয়ী প্রার্থী সাহেব আলী যাচ্ছেন অ্যাম্বুলেন্সে করে। ভোটারদের ধন্যবাদ জানিয়ে পুরো ৮ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে আবার ফিরে গেছেন হাসপাতালে।