জিমন্যাস্টিক শুধুই কিশোরীদের নয়
কয়েক মাস আগেও বলেছিলেন চলতি বছরের অলিম্পিকেই ক্যারিয়ারের ইতি টানবেন সাইমন বেলিস। হঠাৎ করেই সুর বদলেছেন তিনি। ২৪ বছর বয়সী এই নারী জিমন্যাস্ট ঘোষণা দিয়েছেন, অলিম্পিক ২০২৪ প্যারিস অলিম্পিকও খেলবেন। বয়স যে শুধুই একটি সংখ্যা, অলিম্পিকে স্বর্ণজয়ী বেলিস তা
বুঝিয়ে দিলেন।