এক সাফে বাংলাদেশের কান্না, আরেক সাফে হাসি
দেশের ফুটবল মানেই অস্থিরতা আর হাহাকার। বিদায় নিতে চলা ২০২১ সালটাও এর ব্যতিক্রম নয়। জাতীয় দলের লাগাতার ব্যর্থতা, প্রধান কোচ ছাঁটাই, ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নাটকীয়তা ও বিশৃঙ্খলা—দিনে দিনে যখন জমাট হচ্ছিল হতাশার ভান্ডার, তখনই এক মুঠো স্বস্তি এনে দিয়েছে অনূর্ধ্ব-১৯ নারী দল। বর্ষপরিক্রমার এই আয়োজনে সেসব