Ajker Patrika

সিরিজটা ২-০ করল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৪৮
সিরিজটা ২-০ করল বাংলাদেশ 

আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। সিলেটে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগান যুবাদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। এই জয়ে সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেল মেহেরবের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে বাংলাদেশে দারুণ বোলিংয়ে ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। সহজ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট আর ১৬১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

 ১০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান যোগ করে মোফিজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। ২৪ রান করে আউট হন নাবিল। আরেক ওপেনার মোফিজুল ৩১ রান করে আউট হন। দলের রান তখন ৫৭।

এরপর অবশ্য ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফগানদের দারুণ বোলিংয়ে ৮৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশের যুবারা। শেষ পর্যন্ত ২৩.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আইচ মোল্লা ১৬ ও রিপন মণ্ডল ৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি আফগান যুবা ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪২.৩ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হন তাঁরা। সর্বোচ্চ ২৫ রান আসে সাবাউন বানুরির ব্যাট থেকে। বাংলাদেশের নাঈমুর রহমান ৪টি, গোলাম কিবরিয়া ২টি এবং রিপন মণ্ডল ও মেহেরব ১টি করে উইকেট নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত