সকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফেরেনি, পরদিন ডোবায় মিলল লাশ
পিরোজপুর সদর উপজেলায় একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিককে হত্যা করা হয়েছে।