Ajker Patrika

অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৬: ১৬
অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা, গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

গাজীপুরের কালীগঞ্জে এক চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী (৬০) গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান পিপিএম। 

এর আগে গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার পরে পুলিশ। 

নিহত দেলোয়ার হোসেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাজপাট এলাকার বাসিন্দা। তিনি পেশাদার ছিনতাইকারী ও চোর। তাঁর বিরুদ্ধে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। 

অটোরিকশা চালক নয়ন (৫০) উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের বাসিন্দা। 

ওসি জানান, শনিবার বিকেলে যাত্রীবেশে ছিনতাইকারী দেলোয়ার তাঁর এক সহযোগীকে নিয়ে পানজোরা থেকে নয়নের ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। একপর্যায়ে তাঁরা অটোরিকশা চালক নয়নকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করেন। পরে কালীগঞ্জ-টঙ্গী সড়কের দড়িপাড়া এলাকায় সড়কের পাশে তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে ছিনতাইকারীদের ধাওয়া করে। এ সময় দেলোয়ারকে আটক করতে পারলেও তাঁর অপর সহযোগী কৌশলে পালিয়ে যায়। কিছুক্ষণ পর খবর পেয়ে নয়নের এলাকার লোকজন দড়িপাড়া এলাকায় যায়। ওই সময় উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে দেলোয়ারকে পিটুনি দিয়ে পানজোড়া এলাকায় নিয়ে যায়। একপর্যায়ে আহত দেলোয়ার অচেতন হয়ে পড়লে তাঁকে পানজোরা এলাকায় সড়কের পাশে ফেলে চলে যায়। 
 
ওসি আরও জানান, খবর পেয়ে কালীগঞ্জ পুলিশ গতকাল শনিবার রাত ৮টার দিকে দেলোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা। 

দেলোয়ার হোসেনের নামে গাজীপুর জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. ফায়েজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত