অটোরিকশাচালককে বাসায় ডেকে নিয়ে নাশতায় বসিয়ে হত্যার অভিযোগ
দুজনেই অটোরিকশাচালক। অটোরিকশা চালানো নিয়ে রাস্তায় কথা-কাটাকাটি। এর জের ধরেই হত্যার পরিকল্পনায় গড়ে তোলেন সুসম্পর্ক। বাসায় নিয়ে নাশতায় বসিয়ে পেছন থেকে প্রথম দা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। এরপর ব্লেড দিয়ে টুকরো টুকরো করে তিনটি বস্তায় ভরে প্রায় দুই কিলোমিটার দূরে লাশ ফেলে দেন। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে স