Ajker Patrika

প্রতারণা ঠেকাতে নতুন ভেরিফিকেশন ফিচার চালু করছে টেলিগ্রাম

তবে তৃতীয় পক্ষের ভেরিফিকেশন চেকমার্কটি টেলিগ্রাম প্রদত্ত চেকমার্ক থেকে আলাদা। ছবি: অ্যান্ড্রয়েড পুলিশ
তবে তৃতীয় পক্ষের ভেরিফিকেশন চেকমার্কটি টেলিগ্রাম প্রদত্ত চেকমার্ক থেকে আলাদা। ছবি: অ্যান্ড্রয়েড পুলিশ

প্রতারণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে একটি নতুন ভেরিফিকেশন ফিচার চালুর ঘোষণা দিয়েছে টেলিগ্রাম। এর মাধ্যমে অনুমোদিত তৃতীয় পক্ষের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ও চ্যাটে অতিরিক্ত ভেরিফিকেশন আইকন যুক্ত করার সুযোগ পাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যদিও টেলিগ্রাম ইতিমধ্যে জনপ্রিয় ব্যক্তি এবং সংস্থাগুলোর জন্য একটি ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করেছে, তবে তৃতীয় পক্ষের সেবা প্রদানকারীরা এখন অতিরিক্ত ভেরিফিকেশন আইকন প্রদান করতে পারবেন। এই আইকন অ্যাকাউন্ট বা চ্যাট নামের সামনে দেখা যাবে এবং ব্যবহারকারীরা প্রোফাইলে ক্লিক করলে অ্যাকাউন্টটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেখতে পাবেন।

তবে তৃতীয় পক্ষের ভেরিফিকেশন চেকমার্কটি টেলিগ্রাম প্রদত্ত চেকমার্ক থেকে আলাদা। যেসব সেবা অন্যদের তৃতীয় পক্ষের ভেরিফিকেশন দেবে, প্রথমে তাদের নিজেকে টেলিগ্রামের মাধ্যমে ভেরিফাই হতে হবে। এ জন্য টেলিগ্রামের কাছে আবেদন করতে হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে, শুধু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানই অতিরিক্ত ভেরিফিকেশন প্রদান করতে পারবে।

নতুন ভেরিফিকেশন অপশন ছাড়াও টেলিগ্রাম সংগ্রহযোগ্য উপহার, সার্ভিস মেসেজের জন্য প্রতিক্রিয়া, অতিরিক্ত মেসেজ অনুসন্ধান ফিল্টার এবং আরও অনেক নতুন ফিচার যোগ করেছে।

টেলিগ্রাম জানিয়েছে, ২০২৫ সালের প্রথম বড় আপডেটটি মূলত ২০২৪ সালের শেষ দিনে প্রকাশিত হওয়ার কথা ছিল। তবে ‘অ্যাপলের রিভিউ টিমের অমনোযোগের কারণে’ তা বিলম্বিত হয়েছে।

গত বছরের আগস্ট মাসে টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেপ্তার করেছিল ফরাসি কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি প্ল্যাটফর্মে অবৈধ কার্যকলাপের সুযোগ সৃষ্টি করেছেন। এরপর থেকে প্রাইভেসি পলিসি বা নিরাপত্তাবিষয়ক নীতি আপডেট করেছে টেলিগ্রাম এবং কিছু ফিচার নিষ্ক্রিয় করেছে। সেই সঙ্গে কনটেন্ট নিয়ন্ত্রণ বা মডারেশন নিয়ে তার বক্তব্যের ধরন পরিবর্তন করেছে।

দুরভ জানিয়েছেন, টেলিগ্রাম গত বছর প্রথমবারের মতো লাভজনক হয়েছে এবং প্ল্যাটফর্মটির বার্ষিক আয় ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বিভিন্ন মোনিটাইজেশন ফিচার যেমন: প্রিমিয়াম সাবস্ক্রিপশন, বিজ্ঞাপন, টেলিগ্রাম স্টারসসহ আরও অনেক ফিচারের মাধ্যমে প্ল্যাটফর্মটির এই আয় বাড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত