প্রযুক্তি ডেস্ক
গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই গত মার্চে আবারও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এবার আরও ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরি হারাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অনেক কর্মী। নতুন করে ছাঁটাইয়ের কারণে মেটার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ৪ হাজার কর্মী চাকরি হারাবেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা এখন ‘মেটাভার্স’-এর দিকে নজর দিচ্ছে। ফলে অন্যান্য খাতে খরচ কমানোর দিকে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা যায়।
মূলত বেশ কয়েকটি প্রকল্পে কর্মরত টিমকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে মেটা কর্তৃপক্ষ। তাঁদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়া ম্যানেজারদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা যেন মেটার কিছু শেয়ার কিনে নেন। তবে মেটা এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
মেটার একটি সূত্র অনুযায়ী, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও এখনো পর্যন্ত লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। ফলে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে। গত মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই গত মার্চে আবারও ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। এবার আরও ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার থেকে এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। চাকরি হারাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের অনেক কর্মী। নতুন করে ছাঁটাইয়ের কারণে মেটার অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর ৪ হাজার কর্মী চাকরি হারাবেন। মূলত টেকনিক্যাল টিমের কর্মীদের চাকরি যেতে পারে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা এখন ‘মেটাভার্স’-এর দিকে নজর দিচ্ছে। ফলে অন্যান্য খাতে খরচ কমানোর দিকে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা যায়।
মূলত বেশ কয়েকটি প্রকল্পে কর্মরত টিমকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে মেটা কর্তৃপক্ষ। তাঁদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়া ম্যানেজারদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা যেন মেটার কিছু শেয়ার কিনে নেন। তবে মেটা এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
মেটার একটি সূত্র অনুযায়ী, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও এখনো পর্যন্ত লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। ফলে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে। গত মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে