Ajker Patrika

চ্যাটজিপিটি, বার্ডকে পাল্লা দিতে মেটার নতুন এআই মডেল

প্রযুক্তি ডেস্ক
চ্যাটজিপিটি, বার্ডকে পাল্লা দিতে মেটার নতুন এআই মডেল

নিজেদের নতুন এআই মডেল আনার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট মেটা। চ্যাটজিপিটি, বার্ডকে পাল্লা দিতে আনা এই এআই মডেলটির নাম দেওয়া হয়েছে স্যাম। স্যাম একটি ছবির মধ্যে থেকে বিভিন্ন বস্তুকে আলাদা করে শনাক্ত করতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানিয়েছে, দীর্ঘ গবেষণা ও পরীক্ষার পর চালু হতে যাচ্ছে স্যাম। স্যাম সেই বস্তুগুলোকেও শনাক্ত করতে পারে যেগুলো আগে এটি কোনো প্রশিক্ষণে দেখেনি। স্যামে কোনো বস্তুত শনাক্ত করতে হলে একজন ব্যবহারকারীকে বস্তুটিতে ক্লিক বা টেক্সট প্রম্পট লিখে দিতে হবে।

স্যাম এবং এর ডেটাসেট একটি অ-বাণিজ্যিক লাইসেন্সের অধীনে আনা হচ্ছে। স্যাম নিয়ে বিস্তারিতভাবে কিছু জানায়নি মেটা।

এর আগে, অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে সর্বশেষ পরিকল্পনা কর্মীদের জানায় টেক জায়ান্ট মেটা। প্রতিষ্ঠানটি নিজেদের এআর গ্লাস আনার ব্যাপারে এর সম্ভাব্য সময় ঘোষণা করে। নতুন এই এআর গ্লাস ২০২৪ সালে কর্মীদের পরীক্ষার জন্য উন্মুক্ত হবে। ২০২৭ সালে বাজারে আনা হবে এটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে পুরোদস্তুর এআর গ্লাস আনার পরিকল্পনা জানিয়েছে মেটা। মাঝে অন্যান্য এআর গ্লাস আনা হলেও ২০২৭ সালে উন্মোচন হতে যাওয়া গ্লাসই মোড় ঘুরিয়ে দেবে বলে আশা মার্ক জাকারবার্গের।

টুইটারের প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি টেক্সট বেজড প্ল্যাটফর্ম আনার ঘোষণাও দেয় মেটা। নতুন এই প্ল্যাটফর্মের সঙ্গে অনেকটাই মিল থাকবে টুইটারের আরেক প্রতিদ্বন্দ্বী মাইক্রো ব্লগিং সাইট মাস্টডনের। 

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, মেটার এক মুখপাত্র বলেন, ‘আমরা শুধু টেক্সটভিত্তিক একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে কাজ করছি। আমরা মনে করি সেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে সময়মতো আপডেট দিতে পারবেন।’

শুরুতে ধারণা করা হয়েছিল, নতুন এই টেক্সটভিত্তিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে করে ইনস্টাগ্রামে লগইনের তথ্য দিয়েই ওই প্ল্যাটফর্মে লগইন করা যেত। তবে নতুন তথ্য অনুযায়ী, মেটার নতুন এই প্ল্যাটফর্মটি একেবারেই স্বতন্ত্র একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। ‘পি৯২’ কোড নামের এই প্ল্যাটফর্ম তৈরির কাজ চলছে। তবে কবে তা উন্মোচন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত