Ajker Patrika

মেটা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতে পারে  

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৬: ৪৬
মেটা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করতে পারে  

ইউরোপে ব্যবহারকারীদের জন্য নিজেদের পারসোনালাইজড ও রাজনৈতিক বিজ্ঞাপন দেখানোর ব্যবস্থায় পরিবর্তন আনা নিয়ে কাজ করছে মেটা। নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার ওপর ইউরোপীয় ইউনিয়নের আসন্ন নিয়ন্ত্রণের প্রভাব কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে ভাবছে মেটা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ইইউ’র আসন্ন নতুন নীতিমালা মানতে ব্যর্থ হওয়ার শঙ্কায় মেটার নির্বাহীরা ইউরোপে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আলোচনা করছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস। 

গত ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ভুল তথ্য প্রচার প্রতিরোধে মেটার রাজনৈতিক বিজ্ঞাপনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে সম্মত হয়েছিলেন ইউরোপের আইন প্রণেতারা। বিধিনিষেধ লঙ্ঘনের জন্য মেটাকে তাদের বিশ্বব্যাপী আয়ের ৪ শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হবে। 

গত ডিসেম্বরে ইউরোপীয় কমিশন মেটাকে সতর্ক করে জানায়, মেটার বিজ্ঞাপন ব্যবস্থা রাজনৈতিক প্রচারণাকে বিকৃত করছে। পাশাপাশি ইউরোপের অ্যান্টিট্রাস্ট আইনও লঙ্ঘন করছে। এদিকে, গত ১৯ ফেব্রুয়ারি মাসিক ১২ ডলার খরচ করে যেকোনো ব্যবহারকারী নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে ব্লু ব্যাজ পেতে পারবেন বলে ঘোষণা দেয় মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর চলতি মাসে যুক্তরাষ্ট্রে চালু হয়েছে অর্থের বিনিময়ে ব্লু টিকের সুবিধা। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মূলত বিজ্ঞাপনী আয় কমে যাওয়ায় ‘মেটা ভেরিফায়েড’ নামের এই উদ্যোগ নেয় মেটা। ভেরিফায়েড সুবিধা পেতে ওয়েব সংস্করণে প্রতি মাসে ১১ ডলার ৯৯ সেন্ট এবং আইওএস সংস্করণে ১৪ ডলার ৯৯ সেন্ট ব্যয় করতে হবে। এর মাধ্যমে ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পাশাপাশি বাড়তি নিরাপত্তা সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন ব্যবহারকারীর।

আগে থেকে ব্লু ব্যাজ থাকা ব্যবহারকারীদের কোনো টাকা খরচ করতে হচ্ছে না আপাতত। আগের ব্লু ব্যাজধারীরা এই সাবস্ক্রিপশনের আওতায় কীভাবে পড়বেন, তাঁদের কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং আরও কত দিন তাঁরা বিনা মূল্যের ব্লু ব্যাজ ধারণ করতে পারবেন— এ নিয়ে কোনো স্পষ্ট ধারণা দেননি জাকারবার্গ। মেটা এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, টুইটারের মালিক ইলন মাস্কের দেখানো পথেই হাঁটতে পারেন জাকারবার্গ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত