প্রযুক্তি ডেস্ক
শুধু মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। বেশির ভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি ছুটিতে থাকাকালীন বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকেই চাকরি হারিয়েছেন। তবে ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। চলতি বছরে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
এমএসএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চার জানিয়েছে, মোট ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করছে তারা। মূলত খরচ কমাতেই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আমাজনে চাকরি হারিয়েছেন প্রায় ৯০০০ কর্মী। গত মাসে শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে আমাজন। কমানো হবে নতুন নিয়োগও। এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা।
সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।
শুধু মার্চ মাসেই ৩৮ হাজার কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। বেশির ভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন, তাঁদের আগে থেকে কিছুই জানানো হয়নি। এমনকি ছুটিতে থাকাকালীন বা মাতৃত্বকালীন ছুটিতে থাকার সময়েও অনেকেই চাকরি হারিয়েছেন। তবে ওই অনুমোদন প্রাপ্ত ছুটির সময়ের জন্য টাকা পাচ্ছেন না কর্মীরা। চলতি বছরে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে।
এমএসএনের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরেক প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চার জানিয়েছে, মোট ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করছে তারা। মূলত খরচ কমাতেই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে আমাজনে চাকরি হারিয়েছেন প্রায় ৯০০০ কর্মী। গত মাসে শোনা গিয়েছিল, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি কর্মীদের বেতনও কমাবে আমাজন। কমানো হবে নতুন নিয়োগও। এর আগে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মেটা।
সম্প্রতি কর্মী ছাঁটাই করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’। সাম্প্রতিক সময়ে কর্মী ছাঁটাইয়ে মনোযোগী হচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় ছাঁটাইয়ের পথে হাঁটল ট্রাম্পের এই প্ল্যাটফর্মও।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ ৬ জন কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা উইলিয়াম ‘বিজে’ লসনও রয়েছেন। ডিজিটাল ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েবের তথ্য অনুযায়ী, ২০২২ সালের আগস্টে ট্রুথ সোশ্যালের মাসিক ওয়েব ও ডেস্কটপ ভিজিটর ছিল ১ কোটি ১৫ লাখ। তবে গত ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী এই সংখ্যা নেমে আসে মাত্র ৫৭ লাখে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
১২ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৪ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৫ দিন আগে