প্রযুক্তি ডেস্ক
টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়।
বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়।
অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’।
কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’
তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।
টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য ‘অফিশিয়াল’ লেবেল চালুর ঘোষণা দিয়েছিল নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। শুরুতে মূলত সরকারি সংস্থা, টুইটারের ব্যবসায়িক অংশীদার, বড় মিডিয়া আউটলেট, প্রকাশনা সংস্থাসহ বিখ্যাত ব্যক্তিরা টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল পাবেন বলে জানান তিনি।
এর ধারাবাহিকতায় গতকাল বুধবার সন্ধ্যায় জাতিসংঘ, নাসা, সিএনএনসহ বেশ কিছু মিডিয়া আউটলেটের টুইটার প্রোফাইলে সবার প্রথমে দেখা গিয়েছিল ‘অফিশিয়াল’ লেবেল। লেবেলটি মূলত একটি ধূসর চেক মার্ক এবং পাশে ‘অফিশিয়াল’ লেখা শব্দের সমন্বয়।
বুধবার সকাল থেকেই অফিশিয়াল ব্যাজ পাওয়া শুরু করে ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো। তবে দুপুরের কিছু আগেই লেবেলটি উধাও হয়ে যায়।
অফিশিয়াল লেবেলটি অদৃশ্য হয়ে যাওয়া নিয়ে টুইট করেন ইলন মাস্ক। তিনি বলেন, ‘টুইটার সামনের দিনগুলোতে অনেক বোকার মতো সিদ্ধান্ত নেবে। তবে আমরা সেই সিদ্ধান্তগুলোকেই বজায় রাখব যেগুলো কার্যকরী হবে এবং সেই সিদ্ধান্তগুলোকে বাদ দেব যেগুলো কার্যকরী হবে না’।
কিছুক্ষণ পরেই এস্থার ক্রফোর্ড আরেকটি টুইটে ইলন মাস্কের টুইটের ব্যাখ্যা দেন। টুইটে তিনি বলেন, ‘অফিশিয়াল লেবেলটি এখনো আমাদের টুইটার ব্লু টিক লঞ্চের একটি অংশ। আমরা আপাতত শুধু সরকারি এবং বাণিজ্যিক সংস্থাগুলোকে দিয়েই অফিশিয়াল লেবেল দেওয়ার কার্যক্রম শুরু করছি। মাস্ক তাঁর টুইটে বুঝিয়েছে যে, আমরা এখনই কোনো স্বতন্ত্র ব্যক্তিকে অফিশিয়াল লেবেল দিচ্ছি না।’
তবে জাতিসংঘ, নাসা, সিএনএনের মতো সংস্থাগুলোর টুইটার অ্যাকাউন্ট থেকেও অফিশিয়াল লেবেল অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে বিভ্রান্তি বাড়াচ্ছে।
ভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২৬ মিনিট আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
১ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
২ ঘণ্টা আগেউইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলা অফিস অ্যাপ্লিকেশন (যেমন: ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট) ও মাইক্রোসফট ৩৬৫ স্যুটের জন্য অতিরিক্ত তিন বছরের সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। ফলে ২০২৫ সালের পরেও সফটওয়্যারগুলো ব্যবহারকারীরা নিরাপদে ব্যবহার করতে পারবেন।
৪ ঘণ্টা আগে