Ajker Patrika

ফেসবুক গ্রুপে একাধিক অ্যাডমিনের প্রয়োজনীয়তা কী, যুক্ত করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন। ছবি: গ্রুপ বস
একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন। ছবি: গ্রুপ বস

ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।

যিনি ফেসবুক গ্রুপ খোলেন, তিনিই ডিফল্টভাবে গ্রুপের অ্যাডমিন হয়ে যান। পরে গ্রুপের অন্য সদস্যদেরও অ্যাডমিন হিসেবে যুক্ত করা যায়।

একাধিক অ্যাডমিন রাখার উপকারিতা

কাজ ভাগাভাগি: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপ চালানোর কাজটি সহজভাবে ভাগ করে নেওয়া যায়। বিশেষ করে, যদি গ্রুপটি বিভিন্ন সদস্য নিয়ে গঠিত হয়, তাহলে বিভিন্ন টাইম জোনে থাকা অ্যাডমিন রাখাই শ্রেয়।

দ্রুত সাড়া দেওয়া: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপে সব সময় কেউ না কেউ সক্রিয় থাকেন, ফলে সদস্যদের অনুরোধ, পোস্টের যাচাই-বাছাই ও গ্রুপের নিয়মকানুন কার্যকরভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদি গ্রুপটি কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়।

বিভিন্ন দৃষ্টিভঙ্গি: একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন, যা গ্রুপ চালানোয় আরও পরিপক্ব ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক: গ্রুপে বেশি মানুষ নজরদারিতে থাকলে অনুপযুক্ত বা স্প্যাম পোস্ট শনাক্ত ও অপসারণ করা সহজ হয়, যা গ্রুপের সামগ্রিক নিরাপত্তা বাড়ায়।

ফেসবুক গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে

১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।

২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।

৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।

৪. যে গ্রুপে অ্যাডমিন যুক্ত করতে চান, তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।

৫. এখন ওপরের দিকে থাকা ‘ম্যানেজ’ বাটনে ট্যাপ করুন।

৬. এবার টুল শর্টকাটস সেকশনের নিচে থাকা ‘পিপল’ অপশনে ট্যাপ করুন।

৭. এখন গ্রুপের যে সদস্যকে অ্যাডমিন বানাতে চান, তাঁর নামের পাশের তিন ডট আইকনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।

৮. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ বাটনে ট্যাপ করুন।

৯. এবার ‘সেন্ড ইনভাইটেশন’ বাটনে ট্যাপ করুন।

এভাবে গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত