অনলাইন ডেস্ক
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
যিনি ফেসবুক গ্রুপ খোলেন, তিনিই ডিফল্টভাবে গ্রুপের অ্যাডমিন হয়ে যান। পরে গ্রুপের অন্য সদস্যদেরও অ্যাডমিন হিসেবে যুক্ত করা যায়।
একাধিক অ্যাডমিন রাখার উপকারিতা
কাজ ভাগাভাগি: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপ চালানোর কাজটি সহজভাবে ভাগ করে নেওয়া যায়। বিশেষ করে, যদি গ্রুপটি বিভিন্ন সদস্য নিয়ে গঠিত হয়, তাহলে বিভিন্ন টাইম জোনে থাকা অ্যাডমিন রাখাই শ্রেয়।
দ্রুত সাড়া দেওয়া: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপে সব সময় কেউ না কেউ সক্রিয় থাকেন, ফলে সদস্যদের অনুরোধ, পোস্টের যাচাই-বাছাই ও গ্রুপের নিয়মকানুন কার্যকরভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদি গ্রুপটি কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি: একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন, যা গ্রুপ চালানোয় আরও পরিপক্ব ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক: গ্রুপে বেশি মানুষ নজরদারিতে থাকলে অনুপযুক্ত বা স্প্যাম পোস্ট শনাক্ত ও অপসারণ করা সহজ হয়, যা গ্রুপের সামগ্রিক নিরাপত্তা বাড়ায়।
ফেসবুক গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।
৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
৪. যে গ্রুপে অ্যাডমিন যুক্ত করতে চান, তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে থাকা ‘ম্যানেজ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার টুল শর্টকাটস সেকশনের নিচে থাকা ‘পিপল’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন গ্রুপের যে সদস্যকে অ্যাডমিন বানাতে চান, তাঁর নামের পাশের তিন ডট আইকনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৮. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ বাটনে ট্যাপ করুন।
৯. এবার ‘সেন্ড ইনভাইটেশন’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে।
ফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
যিনি ফেসবুক গ্রুপ খোলেন, তিনিই ডিফল্টভাবে গ্রুপের অ্যাডমিন হয়ে যান। পরে গ্রুপের অন্য সদস্যদেরও অ্যাডমিন হিসেবে যুক্ত করা যায়।
একাধিক অ্যাডমিন রাখার উপকারিতা
কাজ ভাগাভাগি: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপ চালানোর কাজটি সহজভাবে ভাগ করে নেওয়া যায়। বিশেষ করে, যদি গ্রুপটি বিভিন্ন সদস্য নিয়ে গঠিত হয়, তাহলে বিভিন্ন টাইম জোনে থাকা অ্যাডমিন রাখাই শ্রেয়।
দ্রুত সাড়া দেওয়া: একাধিক অ্যাডমিন থাকলে গ্রুপে সব সময় কেউ না কেউ সক্রিয় থাকেন, ফলে সদস্যদের অনুরোধ, পোস্টের যাচাই-বাছাই ও গ্রুপের নিয়মকানুন কার্যকরভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করা যায়। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যদি গ্রুপটি কাস্টমার সাপোর্টের জন্য ব্যবহৃত হয়।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি: একাধিক অ্যাডমিন বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ও চিন্তাধারা নিয়ে আসেন, যা গ্রুপ চালানোয় আরও পরিপক্ব ও সুচিন্তিত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক: গ্রুপে বেশি মানুষ নজরদারিতে থাকলে অনুপযুক্ত বা স্প্যাম পোস্ট শনাক্ত ও অপসারণ করা সহজ হয়, যা গ্রুপের সামগ্রিক নিরাপত্তা বাড়ায়।
ফেসবুক গ্রুপে অ্যাডমিন যুক্ত করবেন যেভাবে
১. প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ চালু করুন।
২. এখন মেনু অপশন খুঁজে পেতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে ডান পাশের ওপরের দিকে প্রোফাইল ছবির ওপর (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করলেই মেনু চালু হবে। আইফোনে এই অপশন নিচের দিকে ডানে পাওয়া যাবে।
৩. এবার ‘গ্রুপস’ অপশনে ট্যাপ করুন।
৪. যে গ্রুপে অ্যাডমিন যুক্ত করতে চান, তা স্ক্রল করুন বা সার্চ করে বের করুন। গ্রুপের নামের ওপর ট্যাপ করুন।
৫. এখন ওপরের দিকে থাকা ‘ম্যানেজ’ বাটনে ট্যাপ করুন।
৬. এবার টুল শর্টকাটস সেকশনের নিচে থাকা ‘পিপল’ অপশনে ট্যাপ করুন।
৭. এখন গ্রুপের যে সদস্যকে অ্যাডমিন বানাতে চান, তাঁর নামের পাশের তিন ডট আইকনে ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৮. মেনু থেকে ‘ইনভাইট অ্যাজ অ্যাডমিন’ বাটনে ট্যাপ করুন।
৯. এবার ‘সেন্ড ইনভাইটেশন’ বাটনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপে অ্যাডমিন যুক্ত করা যাবে।
উদ্যোক্তা হিসেবে আত্নপ্রকাশ করেছেন বিলিয়নিয়ার বিল গেটসের কন্যা ফোবি গেটস। সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে তিনি চালু করেছেন নতুন এআইভিত্তিক শপিং অ্যাপ–‘ফিয়া’। এই অ্যাপটির মাধ্যমে অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলা যাবে বলে দাবি করা হয়েছে। তবে অ্যাপটি তৈরিতে সরাসরি অর্থায়ন
১ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট আইবিএম আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে ১৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। কোয়ান্টাম কম্পিউটার উৎপাদনের জন্য অত্যাধুনিক সুবিধা গড়ে তোলা এবং স্থানীয় উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণে এই বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৪ ঘণ্টা আগেআপনার সন্তানের বয়স যত বাড়ছে, তত বেশি সময় তারা অনলাইনে কাটাচ্ছে। অনলাইনে থাকার অনেক ভালো দিক রয়েছে, যেমন বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে যুক্ত থাকা, বিভিন্ন শখ কিংবা আগ্রহ সম্পর্কে জানা এবং অনলাইন কমিউনিটির অংশ হওয়া।
৫ ঘণ্টা আগেবাংলাদেশের টেক দুনিয়ার পরিচিত মুখ স্যামজোন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার এখন ৩ দশমিক ৯৬ মিলিয়নের বেশি, আর মোট ভিউ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৭৩২ মিলিয়ন। সহজ ভাষায় টেক রিভিউ, গ্যাজেট টিপস, আনবক্সিং আর টিউটরিয়াল বানিয়ে তিনি লাখো মানুষের আস্থা অর্জন করেছেন।
৫ ঘণ্টা আগে